এক রাতেই শিল্পার আয় ৩ কোটি!
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৮, ২৪ অক্টোবর ২০২৫
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি শুধু অভিনয়েই নয়, ব্যবসাতেও সমান সফল। এবার নতুন রূপে ফিরে এল তার বিলাসবহুল রেস্তরাঁ ‘বাস্তিয়ান’। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই রেস্তরাঁটি নতুন ইন্টেরিয়র ডিজাইনে সাজিয়ে বৃহস্পতিবার ফের উদ্বোধন করেছেন শিল্পা।
২১ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই আধুনিক রেস্তরাঁ থেকে দেখা যায় পুরো শহরের ৩৬০ ডিগ্রি দৃশ্য। বাস্তিয়ানে প্রতিরাতে গড়ে প্রায় ১,৪০০ অতিথি আসেন খাবার খেতে। আর সেই রাতের আয়? ব্যবসায়িক প্রতিবেদনে জানা গেছে— মাত্র এক রাতেই আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপি!
শিল্পা শেঠির এই রেস্তরাঁর জনপ্রিয়তা নিয়ে বলিউডে এখন ব্যাপক আলোচনা চলছে। সুস্বাদু ফিউশন খাবার, মনোমুগ্ধকর সাজসজ্জা ও সেলিব্রেটি উপস্থিতির কারণে ‘বাস্তিয়ান’ এখন শহরের সবচেয়ে হাইপ্রোফাইল ডাইনিং স্পটগুলোর একটি।
শিল্পা নিজেই জানিয়েছেন, “আমাদের লক্ষ্য ছিল অতিথিদের জন্য এমন এক অভিজ্ঞতা তৈরি করা, যেখানে খাবার, পরিবেশ আর আতিথেয়তা—সব মিলেই থাকবে ‘পারফেকশন’।”
