ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:০০, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২০, ২৪ অক্টোবর ২০২৫
চুক্তিতে সই করছেন মেসি। ছবি: ইন্টার মায়ামি
ফুটবল দুনিয়ার জাদুকর লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ছাড়ছেন না। বরং বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সঙ্গেই নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছেন তিনি। নতুন এই চুক্তি অনুযায়ী, ২০২৮ মৌসুম পর্যন্ত মায়ামির হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক।
এক অফিসিয়াল বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, মেসি নতুন করে চুক্তি সই করেছেন। তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ফ্রিডম পার্ক স্টেডিয়ামের নির্মাণাধীন গ্যালারিতে বসে হাস্যোজ্জ্বল মেসি চুক্তিতে স্বাক্ষর করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, হি ইস হোম।
৩৮ বছর বয়সী মেসি ক্লাবের বিবৃতিতে বলেন, "এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলার স্বপ্ন ছিল আমার—এখন তা বাস্তবে পরিণত হচ্ছে। মায়ামিতে আসার পর থেকেই আমি সুখে আছি, তাই এখানেই চালিয়ে যেতে পেরে আমি গর্বিত।”
২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রে এসে প্রথম মৌসুমেই তিনি নতুন ইতিহাস গড়েছেন। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থেকে মেজর লিগ সকারের গোল্ডেন বুট জিতেছেন তিনি—যা ক্লাবের ইতিহাসে প্রথম।
ইন্টার মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নিয়েছেন মেসি। তার নেতৃত্বে দলটি এখন এমএলএসের অন্যতম আলোচিত ও সফল ক্লাবগুলোর একটি।
চুক্তি নবায়নের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে— মেসি আপাতত কোথাও যাচ্ছেন না, বরং মায়ামির ফুটবল বিপ্লবের অংশ হিসেবেই নিজের শেষ অধ্যায় লিখতে চান তিনি। বিশ্বজুড়ে মেসি ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের খবর—জাদুকর এখনো তার নিজের ঘরেই আছেন।
