শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৭, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৫, ২৪ অক্টোবর ২০২৫

‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন আপাতত স্থগিত করেছে সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে ঘোষণা স্থগিত রাখার নির্দেশ দেন। আগামী রবিবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। তবে নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের এ ভবনের কাজ শেষ না হওয়ায় উদ্বোধনী প্রস্তুতিতে অনিশ্চয়তা দেখা দেয়।

২০২১ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করেছিলেন, যা এখন দেশের দীর্ঘতম রানওয়ে হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য এ রানওয়ে সম্প্রসারণ ছিল অত্যাবশ্যকীয় পদক্ষেপ।

এ মাসের শুরুতেই অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন ঘোষণা দিয়েছিলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে একটি আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে। প্রথম ধাপে পরিকল্পনা ছিল কক্সবাজার–ঢাকা–কলকাতা–কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর। যাত্রী চাহিদা অনুযায়ী ধীরে ধীরে রুট ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর কথাও জানানো হয়েছিল। তবে নির্মাণকাজ ও অবকাঠামোগত প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে আপাতত সেই পরিকল্পনা পিছিয়ে গেল। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারের নতুন নির্দেশ অনুযায়ী সব কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ‘আন্তর্জাতিক মর্যাদা’ কার্যকরের ঘোষণা দেওয়া হবে না।

এ ব্যাপারে গ্রুপ ক্যাপ্টেন নুর-ই-আলম বলেন, “আমরা চাই, উদ্বোধনের দিন থেকেই বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে পরিচালিত হোক। তাই স্থগিতাদেশটি প্রস্তুতির অংশ হিসেবেই দেখা উচিত।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করে ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’
ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন, চুক্তি করতে চান শি জিনপিংয়ের সঙ্গে
রাজধানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোনো কোনো দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে
দেওয়া হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা এখন পর্যন্ত পেয়েছে ১ কোটি ৭০ লাখ শিশু
মালালার নতুন আত্মজীবনী প্রেম, জীবন ও নিজের পথের গল্প