ফেডারেশন কাপ
মোরসালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:১১, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৩৭, ২৪ অক্টোবর ২০২৫
ফেডারেশন কাপে দুর্দান্ত সূচনা করল রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। দলের হয়ে জোড়া গোল করেছেন শেখ মোরসালিন ও আইভরিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। ফকিরেরপুলের পক্ষে গোল করেন শান্ত টুডু ও মোহাম্মদ রিয়াদ।
ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই লিড নেয় আবাহনী। জাফর ইকবালের পাস ধরে বক্সে ঢুকে পড়েন দিয়াবাতে, তাকে ফাউল করেন প্রতিপক্ষ গোলকিপার সাজু আহমেদ। পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন দিয়াবাতে।
৩৩ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মোরসালিন। মাঝমাঠ থেকে দিয়াবাতের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।
৩৯ মিনিটে আবারও পেনাল্টি পায় আবাহনী, এবারও স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি দিয়াবাতে। বিরতিতে ৩-০ গোলের লিড নিয়ে যায় আবাহনী লিমিটেড।
বিরতির পর ফিরে লড়াই জমিয়ে তোলে ফকিরেরপুল ইয়ংমেন্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই শান্ত টুডুর জোরালো শটে ব্যবধান কমায় দলটি। তবে ৬৩ মিনিটে সতীর্থের কাট-ব্যাক থেকে ডান পায়ের শটে আবারও গোল করেন মোরসালিন, স্কোর দাঁড়ায় ৪-১।
৭০ মিনিটের মাথায় রিয়াদের গোলে ব্যবধান কমে ৪-২ হলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে আবাহনী।
গ্রুপ ‘এ’-এর অপর ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
টুর্নামেন্ট: ফেডারেশন কাপ ২০২৫
গ্রুপ: ‘এ’
ভেন্যু: বসুন্ধরা কিংস অ্যারেনা
ফলাফল: আবাহনী লিমিটেড ৪-২ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব
আবাহনীর গোলদাতা: সুলেমান দিয়াবাতে (২), শেখ মোরসালিন (২)
ফকিরেরপুলের গোলদাতা: শান্ত টুডু, মোহাম্মদ রিয়াদ
