সফর শুরু হতাশায়
থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৫১, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৬, ২৪ অক্টোবর ২০২৫
অস্ট্রেলিয়ায় আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচে শুরুটা সুখকর হলো না বাংলাদেশের নারী ফুটবল দলের। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে আফঈদা খন্দকারদের দল।
ব্যাংককের সুবিশাল চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে পড়ে। বিরতির পর সমতায় ফেরার আশায় মাঠে ফিরলেও কোচ পিটার বাটলারের শিষ্যরা গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। বরং প্রতিপক্ষ থাই মেয়েরা আরও দুইবার জালের দেখা পেয়ে ব্যবধান বাড়ায় ৩-০ তে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ড শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে। বল দখল, পাসের নিখুঁততা আর গতি—সবদিক থেকেই এগিয়ে ছিল স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশি ফুটবলারদের ডিফেন্সে বারবার ভুল দেখা যায়, যা গোল হজমের মূল কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ দল এই সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২৭ অক্টোবর একই ভেন্যুতে।
পিটার বাটলারের দল এই সফরের মাধ্যমে নিজেদের প্রস্তুতি যাচাই করছে আগামী এশিয়ান কাপের জন্য, যেখানে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো মূল পর্বে অংশ নিচ্ছে।
উল্লেখ্য, থাইল্যান্ড দল এবার ভারতের বিপক্ষে বাছাইপর্বে হেরে মূল পর্বে খেলতে পারেনি। ফলে তারা বাংলাদেশের বিপক্ষে এই প্রীতি ম্যাচগুলোকে নিজেদের পুনর্গঠনের সুযোগ হিসেবে নিচ্ছে।
