হামাস গাজার সব দলের সঙ্গে জাতীয় সংলাপে প্রস্তুত
যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্পৃক্ততা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:২৯, ২৪ অক্টোবর ২০২৫
হামাস বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা গাজার সকল স্বাধীনতাকামী এবং জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপে অংশ নিতে প্রস্তুত। এই ঘোষণা কায়রোতে চলা হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের বৈঠকের সময় পাওয়া খবর সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে। বৈঠকে গাজার জন্য যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও উপত্যকার ভবিষ্যৎ প্রশাসন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “হামাস খোলা মন ও আন্তরিকতার সঙ্গে জাতীয় সংলাপে যাচ্ছে। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কর্তৃপক্ষ ফিলিস্তিনের অবিচ্ছেদ্য প্রতিষ্ঠান—তাদের বাদ দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।” তিনি জাতীয় স্বার্থকে দলের স্বার্থের উপরে তোলার ওপর জোর দেন এবং বলেন, “এখন জাতীয় ঐক্যের সময়।”
কাসেম সতর্ক করে বলেন যে বর্তমান সময়টি কেবলমাত্র হামাসের জন্য নয়; গাজা ও পশ্চিম তীরের সকল ফিলিস্তিনির জন্যই এটি সংকটকালীন মুহূর্ত। তিনি বলেন হামাস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরাইলের ওপর চুক্তি অনুযায়ী চাপ বাড়ানোর আহ্বান জানান। কাসেম additionally জানান যে তুরস্ক, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে এবং প্রথম ধাপ অনুযায়ী জীবিত বন্দী ও কিছু মৃতদেহ ইতোমধ্যে ইসরাইলকে হস্তান্তর করা হয়েছে।
হামাস মুখপাত্র বলেন, চুক্তির বাকী অংশও ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং তারা মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যস্ত। কায়রোতে চলা আলোচনায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেছেন যে এক ঐক্যমতো প্রক্রিয়া গাজার ওপর স্থায়ী শান্তি ও ভবিষ্যৎ প্রশাসন গঠনে সহায়ক হবে।
