টোকিওতে মার্কিন দূতাবাসের কাছে ছুরি হাতে এক ব্যক্তি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:২৬, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৮, ২৪ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরের ঠিক আগে শুক্রবার মার্কিন দূতাবাসের কাছে ছুরি হাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ, ঘটনাস্থলে এক দাঙ্গা পুলিশ সদস্য আহত হয়েছেন, যদিও তার আঘাতের মাত্রা এখনও জানা যায়নি। টিবিএস নিউজের বরাত দিয়ে রয়টার্স এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ সূত্রে জানা গেছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের আসন্ন টোকিও সফরের মাত্র কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছে।
জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্প ২৭ থেকে ২৯ অক্টোবরের মধ্যে জাপান সফরে সম্রাট নারুহিতো এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই সফরকে কেন্দ্র করে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ নিরাপত্তা জোরদার করেছে। কিয়োদো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সফর উপলক্ষে অতিরিক্ত ১৮ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
