জাপানে ‘আয়রন লেডি’ সানায়ে তাকাইচির উত্থান
৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন—প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পথে। তবে তার রক্ষণশীল ভাবধারাই এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।