শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ৮০ বছর বয়সি লুলা

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:০৪, ২৪ অক্টোবর ২০২৫

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ৮০ বছর বয়সি লুলা

ব্রাজিলের রাজনীতিতে আবারও ফিরছেন “বামপন্থার চিরচেনা মুখ” লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ৮০ বছর বয়সেও থামছেন না এই বর্ষীয়ান নেতা। বৃহস্পতিবার ইন্দোনেশিয়া সফরকালে তিনি ঘোষণা দেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি চতুর্থবারের মতো প্রার্থী হচ্ছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জাকার্তায় এক অনুষ্ঠানে লুলা বলেন, “আমার বয়স ৮০, কিন্তু কর্মউদ্যম এখনো ৩০ বছরের মতোই। আমি ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করব।”
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে হাস্যরসের সুরে তিনি আরও বলেন,“আমি এটা আপনাকে বলছি, কারণ আমাদের অনেকবার দেখা হবে।”

 সংবিধান অনুযায়ী লুলার যোগ্যতা

ব্রাজিলের সংবিধান অনুসারে, একজন প্রেসিডেন্ট টানা দুটি মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। লুলা ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দুই মেয়াদ সম্পন্ন করেন এবং দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে পুনরায় ক্ষমতায় ফেরেন। তাই তিনি এখন আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

আন্তর্জাতিক সফর ও ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ

বর্তমানে এশিয়া সফরে থাকা লুলা ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় যাচ্ছেন, যেখানে তিনি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন। সফরের অংশ হিসেবে আগামী রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে—যা হবে আগের এক সৌহার্দ্যপূর্ণ ফোনালাপের পরবর্তী অধ্যায়।

 বয়স, স্বাস্থ্য ও জনমত
৮০ বছর বয়স সত্ত্বেও লুলা সামাজিক মাধ্যমে নিয়মিত ব্যায়ামের ভিডিও প্রকাশ করেন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন। তবে তার বয়স নিয়ে কিছু রাজনীতিকের মধ্যে উদ্বেগ রয়ে গেছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, ২০২৬ সালের নির্বাচনের জনমতে তিনি এগিয়ে থাকলেও, প্রায় অর্ধেক ভোটার তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

 প্রতিদ্বন্দ্বীহীন লুলা
লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো বর্তমানে অভ্যুত্থানচেষ্টার মামলায় ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে রাজনীতি থেকে নিষিদ্ধ। ফলে বিশ্লেষকদের মতে, ব্রাজিলের রাজনীতিতে আপাতত লুলার শক্ত প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে না।

লুলা বর্তমানে ব্রাজিলের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। তার নেতৃত্বে বামপন্থী রাজনীতি আবারও ঘরে ফিরেছে—আর এই নির্বাচনে তার প্রার্থিতা সেই ধারারই পরবর্তী অধ্যায় হতে যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করে ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’
ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন, চুক্তি করতে চান শি জিনপিংয়ের সঙ্গে
রাজধানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোনো কোনো দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে
দেওয়া হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা এখন পর্যন্ত পেয়েছে ১ কোটি ৭০ লাখ শিশু
মালালার নতুন আত্মজীবনী প্রেম, জীবন ও নিজের পথের গল্প