৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লিস্টাপ্যাড এ "দাঁড়কাক"
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:১১, ২৪ অক্টোবর ২০২৫
অস্তিত্ব সংকটের গল্প নিয়ে নির্মিত সিনেমা "দাঁড়কাক", এবার নির্বাচিত হল বেলারুশের উৎসবে। প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়
দাঁড়কাক চলচ্চিত্রের পরিচালক জায়েদ সিদ্দিকী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "দাঁড়কাক" নির্মাণ করেছিলেন গেল বছর।
সেই সিনেমাটি ইউরোপের বেলারুশের '৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'র 'লিস্টাপ্যাড' এ স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন পরিচালক জায়েদ।
৩১ অক্টোবর উৎসবের এবারের আসর বসবে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতি বারই কোনো না কোনো স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব বরাবরের মতো এবার "ভাবনা বদলে দেওয়ার গল্প" স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসব।
উৎসবের প্রতিযোগিতা বিভাগে ৪১টি দেশের মোট ১৫৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আর "দাঁড়কাক" চলচ্চিত্রটি প্রদর্শিত হবে মিনস্কের মস্কো সিনেমা হলে ২ নভেম্বর স্থানীয় সময় দুপুর ৩টায়।
কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে "দাঁড়কাক চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী নিজেই।
কাহিনী সংক্ষেপ:
'দাঁড়কাক' এর গল্প প্রসঙ্গে পরিচালক জানান, "পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্ভরশীল বয়স্ক মানুষ তোরাব শেখের গল্প বলবে আমার এই কাজ। অস্তিত্ব সংকটের গল্প তুলে ধরেছে সিনেমাটি। এখানে দেখা যাবে উপার্জনে অক্ষম বয়স্ক তোরাব শেখকে সংসারের অপ্রয়োজনীয় মনে করা হয়। তাকে না জানিয়ে মেয়ের বিয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করে। এরপর তোরাব শেখ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় নির্বাসিত হওয়ার। তিনি বাড়ি ছাড়ার পরই পরিবারের সদস্যরা বুঝতে পারেন তার গুরুত্ব।”
অভিনয় শিল্পীরা:
সিনেমার প্রধান চরিত্র তোরাব শেখের ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা জয়ন্ত চট্ট্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাইদুল হক। নবাগত অভিনেতা হিসেবে অভিনয় করেছেন আখলাকুজ্জামান খান এবং জেরিন আক্তার শিমুল।
কলা-কুশলীবৃন্দ:
খিলগাঁও, শান্তিনগর এলাকায় শুটিং হওয়া "দাঁড়কাক" সিনেমার নির্বাহী প্রযোজক সাইয়্যিদ শাহজাদা আল কারীম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার এবং হাসিব শাকিল। লাইন প্রযোজক হিসেবে মশিউর রহমান। শিল্প নির্দেশনায় জায়েদ সিদ্দিকী ও তাসনিম নিশো, নিশো একই সঙ্গে প্রধান সহকারী পরিচালক। দৃশ্যধারণ করেন হাসনাত সোহান। এছাড়া সম্পাদনা ও শব্দ পরিকল্পনায় ছিলেন সম্পাদক সুজন মাহমুদ।
দাঁড়কাক'র অর্জন:
"দাঁড়কাক" এখন পর্যন্ত ১১টি দেশের ১৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এটি বাংলাদেশে ৬ষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার, ভারতের ১০ম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪র্থ বাংলাদেশ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছে।
'দাড়কাক'র প্রশংসা:
প্রশংসিত হয়েছে অস্ট্রেলিয়ার ১৫তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, কানাডার ১৩তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব টরোন্টো, যুক্তরাষ্ট্রের ১৩তম ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স এর ১০ম তুলুজ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, রাশিয়ার ১৯তম কাজান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক, কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মন্ট্রিয়াল সহ আরও অনেক উৎসবে।
