‘অভ্যুত্থানে অংশ নেয়া নতুন দলগুলো শিগগিরই জোট হবে’-মজিবুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩২, ২৪ অক্টোবর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও নতুন রাজনৈতিক দলগুলো সমন্বয়ে শিগগিরই জোট গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় জেলার গণমাধ্যমকর্মী ও এবি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নির্যাতনের শিকার হয়েছে। অফিসে আক্রমণ, নেতাকর্মীদের কারাগারে নেওয়া এবং গুলিবিদ্ধ হওয়া তাদের অভিজ্ঞতার অংশ।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের বিশৃঙ্খলার কারণে রাষ্ট্রীয় কাঠামোয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।
তিনি বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, হাসিনার আমলে অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের সম্পদ লুটপাট হয়েছে এবং গুম-খুনের ভয়াল রাষ্ট্র কায়েম করা হয়েছিল। ফলে জনগণ আর আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে চায় না।
সভায় ঝিনাইদহ জেলার তিনটি নির্বাচনী আসনে এবি পার্টির প্রার্থীদের পরিচয় করানো হয়। মজিবুর রহমান মঞ্জু আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে শিগগিরই জোট গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু হবে।
সভায় জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবপার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল সাহা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান, ঝিনাইদহ-১, ২ ও ৩ আসনের এবি পার্টির প্রার্থীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
