আমিরাতে লটারিতে ভাগ্য খুলল বিক্রয়কর্মীর
এবার বাংলাদেশি জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:৫০, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫৮, ৩০ অক্টোবর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে আবারও ভাগ্যের চাকা ঘুরল এক বাংলাদেশি প্রবাসীর। মাত্র চার দিনের ব্যবধানে আরেক বাংলাদেশি প্রবাসী এবার জিতেছেন প্রায় ৪০ লাখ টাকার সমমূল্যের সোনা। সৌভাগ্যবান এই প্রবাসীর নাম মোহাম্মদ হায়দার আলী, যিনি আল আইনে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর বয়সী হায়দার আলী সাপ্তাহিক ই ড্র লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জেতেন। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকার বেশি।
হায়দার জানান, তিনি গত দুই বছর ধরে চার-পাঁচ বন্ধুর সঙ্গে মিলে নিয়মিত লটারির টিকিট কিনতেন। অবশেষে সেই লটারিতেই মিলেছে কাঙ্ক্ষিত পুরস্কার। পুরস্কারপ্রাপ্তির খবর শুনে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। “ফোন করে যখন জানানো হলো, আমি ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু সত্যিটা জানতে পেরে আমি আর বন্ধুরা আনন্দে লাফিয়ে উঠেছিলাম,” বলেন হায়দার।
তবে এখনো তিনি সিদ্ধান্ত নেননি, লটারিতে পাওয়া সোনার বারটি কীভাবে ব্যবহার করবেন।
এর আগে গত সপ্তাহেই মানসুর আহমেদ নামের এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান একই লটারিতে ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন। পরপর দুই সপ্তাহে দুই প্রবাসী বাংলাদেশির এই সাফল্যকে স্থানীয় প্রবাসী মহলে “বাংলাদেশি ভাগ্যের সোনালি ঝলক” বলে অভিহিত করা হচ্ছে।
