মালয়েশিয়া প্রবাসীদের সম্মাননা দেবে বাংলাদেশ হাইকমিশন
প্রবাস ডেস্ক
প্রকাশ: ১৪:৪৫, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:২১, ৪ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে হাইকমিশন কর্তৃপক্ষ।
শুক্রবার (৩ অক্টোবর) হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা তাদের মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করেছেন, তাদেরকে ‘অভিবাসী দিবস পুরস্কার’ দেওয়া হবে।
পুরস্কারের জন্য যোগ্যতা ও ক্যাটাগরি
হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, সমাজসেবা এবং বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসীরা এই সম্মাননার জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের অবদান, উদ্ভাবন, মানবিক কাজ কিংবা বিশেষ কোনো সাফল্যকে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়।
আবেদনের শেষ তারিখ ও প্রয়োজনীয় তথ্য
আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৫। আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় তথ্যসহ আবেদনপত্র ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে।
প্রয়োজনীয় তথ্যাবলি:
- নাম ও পাসপোর্ট নম্বর
- বাংলাদেশে স্থায়ী ঠিকানা
- মালয়েশিয়ায় বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর
- বর্তমান পেশা ও কর্মস্থল
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনের ক্যাটাগরি
বিশেষ অবদান/অর্জনের বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দে বাংলা বা ইংরেজিতে)
সংশ্লিষ্ট প্রমাণপত্র বা তথ্যাদি (যদি থাকে)
আবেদন পাঠানোর ঠিকানা
ডাকযোগে:
Bangladesh High Commission in Malaysia
No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur
ই-মেইলে:
≈ mission.kualalumpur@mofa.gov.bd
≈ fs.bhc.kl@gmail.com
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনকে আরও অর্থবহ ও সফল করে তুলবে।