শারজায় বাংলাদেশি প্রবাসী জিনতেলন রেঞ্জ রোভার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪৬, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৭, ৫ অক্টোবর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবি জিতেছেন বিগ টিকিটের “ড্রিম কার” পুরস্কার। সৌভাগ্যের চাবি ঘুরে গেছে তার হাতে—পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একদম নতুন রেঞ্জ রোভার ভেলার, সিরিজ ২৭৯-এর বিজয়ী টিকিট নম্বর ০২২১১৮ নিয়ে।
৪৩ বছর বয়সী নবি গত ২৫ বছর ধরে আমিরাতের শারজায় একটি গাড়ির খুচরা যন্ত্রাংশের দোকানে কাজ করেন। প্রায় তিন থেকে চার বছর ধরে তিনি বিগ টিকিট লটারিতে অংশ নিয়ে আসছেন। সাধারণত ১০ সদস্যের একটি গ্রুপের অংশ হিসেবে তিনি টিকিট কিনতেন, কিন্তু এবার নিজের উদ্যোগে ড্রিম কার সিরিজে টিকিট কিনেছিলেন গত ১৮ সেপ্টেম্বর—আর সেই টিকিটই বদলে দিল তার ভাগ্য।
বিজয়ের খবর শুনে আবেগে নবি বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি জানি না গাড়িটা নিয়ে কী করব, কিন্তু বুঝতে পারছি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।”
তিনি বর্তমানে একা থাকেন শারজাহতে, আর তার পরিবার রয়েছে বাংলাদেশে। এই সংবাদ পেয়ে তার পরিবারও আনন্দে উচ্ছ্বসিত। উল্লেখযোগ্যভাবে, একই ড্রতে আরেক বাংলাদেশি প্রবাসী হারুন সারদার নূর নবী সারদার ২ কোটি দিরহামের জ্যাকপট জিতেছেন।
ভাগ্য যেন একসাথে হাসল বাংলাদেশিদের দিকে। তবে এই অর্জনের পরও থেমে যেতে চান না নবি। তিনি বলেন, “অবশ্যই চালিয়ে যাব। আমি সবাইকে বলব—চেষ্টা চালিয়ে যান, একদিন আপনাদেরও ভাগ্য খুলবে।”প্রবাস জীবনের দীর্ঘ পরিশ্রমের পর এমন সাফল্য যেন নতুন আশার আলো ছড়িয়েছে। শারজায় ব্যস্ত জীবনের ফাঁকে নিজের ভাগ্যের ড্রাইভে উঠে নবি এখন সত্যিই ‘ড্রিম কার’ বিজয়ী—এক বাংলাদেশির প্রবাসী সংগ্রামের সোনালি অধ্যায়।