রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

বাংলাদেশির সাড়ে সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের আদেশ

প্রবাস ডেস্ক

প্রকাশ: ১৫:৫০, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৩, ৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশির সাড়ে সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের আদেশ

ব্রুনাইয়ে মানব পাচারের অভিযোগে মো. খাইরুল বাশার নামে এক বাংলাদেশিকে সাড়ে সাত বছরের কারাদণ্ড, এক লাখ ২০ হাজার ব্রুনাই ডলার জরিমানা এবং ১২ বেত্রাঘাতের শাস্তি দিয়েছে দেশটির হাইকোর্ট।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিচারক মুহাম্মদ ফয়সাল বিন হাজী কেফলি এ রায় ঘোষণা করেন। শুনানিতে আসামি খাইরুল বাশার তার অপরাধ স্বীকার করেন বলে আদালত জানায়।

ব্রুনাই সরকারের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে খাইরুল বাশার ছয়জন বাংলাদেশিকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ব্রুনাইয়ে নিয়ে যান। পরে তাদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করেন। তার বিরুদ্ধে মানব পাচার ও চোরাচালান আইনে ছয়টি অভিযোগ আনা হয়।

আদালত রায়ে উল্লেখ করে, এটি কোনো এককালীন অপরাধ নয়; বরং একটি পরিকল্পিত ও ধারাবাহিক শোষণমূলক প্রক্রিয়া, যা দুর্বল মানুষের ওপর নির্যাতনের দৃষ্টান্ত।

বিচারক বলেন, “আসামির এই অপরাধ কোনো সুযোগসন্ধানী ঘটনা নয়, বরং মানবাধিকারের গভীর লঙ্ঘন। ভুক্তভোগীরা তার মিথ্যা প্রতিশ্রুতির কারণে ভয়াবহ দুর্দশার শিকার হয়েছেন।”

ভুক্তভোগীদের জবানবন্দি অনুযায়ী, খাইরুল বাশার তাদের কাছ থেকে চাকরির নামে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন। কিন্তু ব্রুনাই পৌঁছানোর পর তাদের কোনো নির্দিষ্ট কাজ না দিয়ে অল্প বেতনে অনিশ্চিত শ্রমে বাধ্য করা হয়। তাদের পাসপোর্ট জব্দ করে রাখা হয় এবং অর্থ দিতে না পারলে দেশে ফেরত পাঠানোর হুমকি দেওয়া হয়। এই ঘটনাকে “মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ও নিষ্ঠুর শোষণ” বলে আখ্যায়িত করে আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর হাজাহ রোযাইমাহ বিনতে হাজী আবদুল রহমান ও হাজাহ সিটি মুয়িজজাহ বিনতে হাজী সাবলি।

আসামির পক্ষে ছিলেন দায়ুদ ইসমাইল অ্যান্ড কোম্পানির আইনজীবী দল।

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের একটি অংশ দীর্ঘদিন ধরেই অবৈধ রিক্রুটিং ও মানব পাচার চক্রের শিকার হচ্ছে। দেশটির শ্রম আইন অনুযায়ী, মানব পাচার প্রমাণিত হলে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের সাজা দেওয়া যায়। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন: কাদের সিদ্দিকী
ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড