নতুন থ্রিলার ‘টাকা’তে জোভান-পায়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৫৫, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের নাট্যজগতে নতুন এক ঘরানা যোগ হচ্ছে—ডার্ক কমেডি থ্রিলার। এই ঘরানার গল্পে এবার নির্মাতা তারেক রহমান হাজির হচ্ছেন তার নতুন নির্মাণ ‘টাকা’ নিয়ে। অর্থের মোহ, মানবপাচার, ও শর্টকাট জীবনের অন্ধকার দিক নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি।
রচনা ও পরিচালনা— দুটিই করেছেন তারেক রহমান। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল।
জোভানের চরিত্রটি মনস্তাত্ত্বিক জটিলতা ও ডার্ক কমেডির সংমিশ্রণ, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছেন পরিচালক।
অভিনয়ে আরও আছেন: শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।
চিত্রগ্রাহক: সুমন হোসেন
সঙ্গীত পরিচালক: সাইদ নাফিস
শিল্প নির্দেশক: কামরুজ্জামান সুমন
মেকআপ: মাসুদ রানা
পরিচালক তারেক রহমান বলেন,“বাংলাদেশে ডার্ক কমেডি থ্রিলার এখনো একদম নতুন একটি ঘরানা। ‘টাকা’ দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দেবে—হাসির মাঝেও তারা চিনে ফেলবে জীবনের অন্ধকার বাস্তবতা।”
এই নাটকটি আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে জাগো এন্টারটেইনমেন্ট-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট।
প্রযোজক: নাজমুল হুদা শাপলা
নির্বাহী প্রযোজক: মাসুদ মুনসুর
সমন্বয়: উদয় চৌধুরী।
