‘জাটধারা’তে ব্যতিক্রমী চরিত্রে সোনাক্ষী সিনহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:০০, ৩০ অক্টোবর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন দক্ষিণী চলচ্চিত্রে। তেলেগু ভাষার সিনেমা ‘জাটধারা’-এর মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয়েছে। ইতোমধ্যেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে এবং ট্রেলারও মুক্তি পেয়েছে।
এই ছবিতে সোনাক্ষী অভিনয় করেছেন ‘ধনপিশাচিনী’ নামের এক রহস্যময় চরিত্রে—যা তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ভূমিকাগুলোর একটি বলে জানিয়েছেন তিনি।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিজ্ঞতা জানাতে গিয়ে সোনাক্ষী বলেন,“আমি এর আগে যেসব চরিত্রে কাজ করেছি, তার কোনোটির সঙ্গেই এটির তুলনা চলে না। একজন অভিনেতার সাফল্য তখনই পূর্ণতা পায়, যখন সে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে পারে। এই সিনেমায় কাজ করে আমি নিজের অভিনয়জীবনের নতুন দিক আবিষ্কার করেছি।”
তিনি আরও যোগ করেন, দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, “এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্ট। দর্শক কীভাবে এই চরিত্রটিকে গ্রহণ করেন, সেটিই এখন দেখার বিষয়।”
এদিকে স্ত্রী সোনাক্ষীর দক্ষিণী যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা জাহির ইকবাল। তার মতে,“অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর জুড়ি নেই। সে সবসময় নিজের চরিত্রে প্রাণ ঢেলে দেয়। ‘জাটধারা’-তেও সে তার সেরাটাই দিয়েছে বলে আমি বিশ্বাস করি।”
‘জাটধারা’ সিনেমাটির নির্মাতা দল জানিয়েছে, এটি একটি থ্রিলার-ফ্যান্টাসি ঘরানার ছবি, যেখানে আধুনিক নারীর শক্তি ও আত্ম-আবিষ্কারের গল্প তুলে ধরা হয়েছে।
