৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে দাঁড়ালেন কোয়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫৭, ৩০ অক্টোবর ২০২৫
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সম্প্রতি কর্মক্ষেত্রে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে মুখ খুলে বিতর্কের কেন্দ্রে এসেছেন। এই বক্তব্যের পর দু’টি বড় বাজেটের ছবি হাতছাড়া হলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। আর এবার এই বিতর্কে সমর্থনের সুর মিলিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
এক সাক্ষাৎকারে কোয়েল জানান, মা হিসেবে তিনি দীপিকার অবস্থানকে পুরোপুরি ‘ন্যায্য’ মনে করেন। কোয়েল বলেন,“আমার মনে হয় দীপিকার সন্তান হওয়ার পর নতুন মা হিসেবে তিনি ৮ ঘণ্টা কাজের সীমা নির্ধারণ করতে চেয়েছিলেন। এটা একেবারেই যুক্তিসঙ্গত দাবি। এতে অন্যায় কিছু নেই।”
দুই সন্তানের মা কোয়েল নিজেও সাম্প্রতিক সময়ে একাধিক ছবির কাজ শেষ করেছেন। তিনি বলেন, সন্তান, পরিবার ও কাজের ভারসাম্য রক্ষা করতে হলে সীমিত সময়ের মধ্যে কর্মঘণ্টা নির্ধারণ জরুরি।
তবে প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেন কোয়েল। তার মতে, “যখন বড় প্রোডাকশন হয়, সেট তৈরি করতে প্রতিদিনের ও প্রতিঘণ্টার খরচ থাকে। তাই অনেক সময় পরিস্থিতি অনুযায়ী পারস্পরিক বোঝাপড়ায় সমাধান খুঁজে নিতে হয়।”
এই মন্তব্যে অনেকে টলিউডে নারী শিল্পীদের কর্মঘণ্টা ও মাতৃত্বকালীন সহায়তার বিষয়টিকে নতুন করে আলোচনায় আনছেন।
