বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু অবশেষে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি 

প্রকাশ: ১৫:২৬, ৩০ অক্টোবর ২০২৫

হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু অবশেষে গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে আক্রমণ করে হাতকড়াসহ পালিয়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রিজ্জাকুল রহমান রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ গ্রামের বদর উদ্দিনের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, পুলিশকে আক্রমণ, হত্যা ও নাশকতাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জের চক ভোলা খাঁ এলাকায় রাজুকে পুলিশ গ্রেপ্তার করলে পথে প্রায় ১৫০-২০০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশকে আক্রমণ করে। তারা লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

পরদিন (৫ অক্টোবর) ওই ঘটনায় পুলিশ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এরপর ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, রাজুর গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার অন্যতম প্রধান আসামিকে ধরতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন