ময়মনসিংহে বিস্ফোরণ মামলায় ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫১, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৪, ৩০ অক্টোবর ২০২৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিস্ফোরণ মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. ফয়সাল ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আদালতের নির্দেশে দুজনকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শেরপুর ইউনিয়নের ইস্কুলের বাজার এলাকা থেকে চেয়ারম্যান মিল্টন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌরসভার দশালিয়া মহল্লা থেকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল ফকিরকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একটি বিস্ফোরণ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে অভিযুক্ত। অপরদিকে, ফয়সাল ফকিরকে অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণ মামলার তদন্তের অংশ হিসেবে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
