উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ অটোরিকশা জব্দ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৪, ৩০ অক্টোবর ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। তবে অভিযানের সময় অটোরিকশার চালক পালিয়ে যায়।
উখিয়া থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একটি পুলিশ দল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পালংখালীর গয়ালমারা পল্লী বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেওয়া হলে চালক দ্রুত অটোরিকশা ফেলে পালিয়ে যায়।
পরে অটোরিকশা তল্লাশি করে এর ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
