ভিখারি সেজে ঘরে ঢুকে গৃহবধূকে মারধর
স্বর্ণের চেইন ছিনতাই চট্টগ্রামে
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫২, ৩০ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের লোহাগাড়ায় ভিখারি সেজে এক নারীকে মারধর করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগর সর্দানীপাড়ার তফসীর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ রোকসানা আক্তার জানান, বোরকা পরিহিত এক নারী ভিক্ষা চাইতে তার বাড়ির গেটে আসে। তিনি প্লেটে করে চাল দিতে বাইরে গেলে ওই নারী হঠাৎ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একই মুহূর্তে বোরকা পরা মুখোশধারী এক পুরুষ ঘরে ঢুকে ভাঙা আয়না দিয়ে তার পেটে আঘাত করে গলা চেপে ধরে। পরে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং আলমারির কাপড়-চোপড় তছনছ করে দেয়।
রোকসানা আক্তার আরও বলেন, ‘আমি চিৎকার করলে তারা হত্যার হুমকি দিয়ে গেটের বাইরে হুক লাগিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি এমন ভিখারি সেজে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
