গাইবান্ধায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯:১২, ৩০ অক্টোবর ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করা যুবক মো. রায়হান মিয়া (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাগে-ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রায়হান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত রায়হান মিয়া ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা গ্রামের মো. চান মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮-৯ বছর আগে রায়হান বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
দুই মাস আগে স্থানীয়দের হাতে অনৈতিক সম্পর্কের ঘটনায় ধরা পড়লে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী বেগম নিজের গহনা বিক্রি করে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন। কিন্তু এরপরও রায়হান আরও এক নারীকে বিয়ে করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় স্ত্রী-স্বামীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে।
একপর্যায়ে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন শুরু করেন রায়হান। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান আদুরী বেগম। এরপর রাগে ও মানসিক ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নেন রায়হান।
স্থানীয়রা জানান, আগুন ধরানোর পর রায়হানের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে তিনি পাশের পুকুরে ঝাঁপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ বা কাগজপত্র পাইনি।’
