নবগঙ্গা নদীতে ডুবে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৯, ৩০ অক্টোবর ২০২৫
ঝিনাইদহের সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো—আরিয়ান (৪) ও তাসনীম (৪)। তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে আরিয়ান, তাসনীম ও আরও এক শিশু একসঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দু’জন পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা তৃতীয় শিশু ঘটনাটি দেখে দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। পরে পরিবারের লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাদের নিথর দেহ উদ্ধার করে।
আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সময় কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নদীর ধারে উপস্থিত ছিলেন না।
কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন বলেন, ‘তিনজন শিশু একসঙ্গে নদীতে নামে। এর মধ্যে দুজন ডুবে মারা যায়, আরেকজন বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
গ্রামের মানুষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
