খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়িতে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৫, ৩০ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (২৯ অক্টোবর) রাতে চালানো এ অভিযানে প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাচারকারীরা সেনা টহল টের পেয়ে পালিয়ে যায়। অভিযান শেষে জব্দ করা কাঠ স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবৃতিতে বলা হয়, “পার্বত্য এলাকায় অবৈধ কাঠ কাটা ও পাচার বন্ধে আমরা সর্বদা সতর্ক রয়েছি,”।
রাঙামাটির অশ্রেণীভুক্ত বন বিভাগের আওতাধীন লক্ষীছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জব্দ কাঠের মধ্যে সেগুন, গামারি, গর্জনসহ বিভিন্ন মূল্যবান প্রজাতির কাঠ রয়েছে।
তিনি বলেন,“পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহণ বা কর্তনের জন্য জোত পারমিট নিতে হয়। জোত পারমিট ছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। এসব কাঠের ক্ষেত্রে পারমিট নেওয়া হয়নি।”
এ ঘটনায় বন বিভাগ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
