নাসীরুদ্দীন পাটওয়ারী
‘পিছলা মাঠে বেশি তেলমর্দন করেন আইন উপদেষ্টা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৮, ৩০ অক্টোবর ২০২৫
 
						
									জাতীয় নির্বাচন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টার ড. আসিফ নজরুলের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির এই নেতা বলেন, “সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে। ড. ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বলা হয়ে থাকে বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে পিছলে যায়। কারণ বাংলাদেশের মাঠ পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরও বেশি তেলমর্দন করেন আমাদের আইন উপদেষ্টা। উনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান। ওনার ওপর আমাদের সেই আস্থা নেই।”
এই নেতা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “এই ড্রাফট সুপারিশনামা যখন উনি (আসিফ নজরুল) উন্মোচিত না করে করবেন, উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন। সেজন্য আমরা বলছি, আপনাকে আগে এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশনামা ঠিক আছে তাহলে আমরা সাইন করে দেবো।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের পরিস্থিতি ভালো না। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এটা যদি না হয়, আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে।
তবে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয়। অনেকেই বলেছিলেন আওয়ামী লীগের ৫ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে। আমরা কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেইনি। কিন্তু তারা যদি বাঁধা দিতে আসে, কঠোরভাবে প্রতিহত করবো। বিএনপিকে বলবো আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনবেন না।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													