এক মাসে রেকর্ড সংখ্যক মুসল্লির ওমরাহ পালন
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২১:১৮, ৩০ অক্টোবর ২০২৫
গত রবিউস সানি মাসে রেকর্ড সংখ্যক ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। এর মধ্যে ১৫ লাখের বেশি হাজি দেশটির বাইরে থেকে এসেছেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংখ্যা সৌদির ইতিহাসে এক মাসে ওমরাহ পালনের অন্যতম সর্বোচ্চ রেকর্ড। এ অর্জন সম্ভব হয়েছে উন্নত ডিজিটাল সেবা ও সমন্বিত লজিস্টিক ব্যবস্থার কারণে, যা সফর ও আনুষ্ঠানিকতা সম্পাদনকে আগের যেকোনো সময়ের চেয়ে সহজ, দ্রুত ও নিরাপদ করেছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদে হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটির যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহযাত্রীদের সেবা উন্নয়নে ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যই হচ্ছে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে আগমন ও ইবাদতের অভিজ্ঞতাকে আরও আধ্যাত্মিক ও পরিপূর্ণ করে তোলা।
কর্তৃপক্ষ জানায়, ওমরাহ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সিস্টেমের সমন্বয় এখন যাত্রার প্রতিটি ধাপে কার্যকর ভূমিকা রাখছে, ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে নিরাপদে নিজ দেশে ফেরা পর্যন্ত।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুই পবিত্র মসজিদের সেবার মানোন্নয়ন ও ওমরাহযাত্রীদের সার্বিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যৌথভাবে নতুন প্রকল্প ও প্রযুক্তি উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রাখবে।
