শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

মুফতি মেঙ্কের ৫ উপদেশ

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৫:৩১, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৩৬, ২৪ অক্টোবর ২০২৫

মুফতি মেঙ্কের ৫ উপদেশ

মুফতি ইসমাইল ইবনে মুসা মেঙ্ক প্রখ্যাত ইসলামিক স্কলার, বক্তা ও শিক্ষক। তিনি জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি। বিশ্বের প্রভাবশালী ইসলামি স্কলারদের মধ্যে তিনি অন্যতম। তিনি জুমার খুতবা, ইসলামিক শিক্ষামূলক বক্তৃতা এবং সামাজিক ও নৈতিক বিষয় নিয়ে উপদেশ ও বক্তৃতা দেন। 

তিনি সাধারণ মানুষকে ইসলামের শিক্ষা সহজভাবে বোঝানোর জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার ভাষণগুলো ইউটিউব, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ইসলামিক সংস্থার মাধ্যমে প্রচারিত হয়। এখানে তার পাঁচটি উপদেশ উল্লেখ করা হলো।

এক. আমাদের জীবনের কঠিন পরীক্ষাগুলো ঈমান যাচাই করার জন্যই পাঠানো হয়। কিন্তু অনেক সময় আমাদের মনে হয়, অন্যদের জীবন যেন আমাদের চেয়ে সহজ। এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। জীবনের পরীক্ষাগুলো আমাদের মানসিকভাবে ভেঙে দিতে পারে, তিক্ত করে তুলতে পারে। আবার এগুলোই আমাদের পরিশুদ্ধ ও শক্তিশালী করতেও পারে।

দুই. যখন মনে হয় জীবন কঠিন হয়ে উঠেছে, সবাই আপনাকে ছেড়ে গেছে, তখন নিজেকে মনে করিয়ে দিন, সর্বশক্তিমান আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন। তিনি আপনার সহায় ও আশ্রয়। তার রহমত এবং আপনার ধৈর্য ছাড়া জান্নাতে পৌঁছানোর অন্য কোনো পথ নেই।

​​​তিন. প্রত্যেকের নিজস্ব যাত্রা রয়েছে। সামনে থাকা পথের উপর চোখ রাখুন। নিজের দৌড় নিজেই চালান। অন্যরা কী করছে তা দেখে মনোযোগ হারাবেন না। অন্যের কোনো কিছু দেখে হতাশ হবেন না, হতে পারে তা তুচ্ছ। আপনি সর্বশক্তিমান আল্লাহর কাছে দায়বদ্ধ। তার সন্তুষ্টির জন্যই কাজ করুন।

চার. সব ভালো করলেও এমন একজন মানুষ থাকবেই, যে আপনাকে পছন্দ করবে না। তাতে কিছু যায় আসে না। মনে রাখবেন, আপনি সবার পছন্দের মানুষ হতে পারবেন না। আর এটাই স্বাভাবিক। যত দ্রুত এটা মেনে নিতে পারবেন, আপনার জীবনে এগিয়ে যাওয়া তত সহজ হবে।

পাঁচ. নিজের স্রষ্টার সঙ্গে সম্পর্ক দৃঢ় করুন। দৃঢ় থাকুন। এই জগতের সকল কষ্টের জন্য চিরস্থায়ী শান্তি আপনার অপেক্ষায় রয়েছে। বর্তমান কাজের প্রতি মনোযোগ দিন। মনে রাখুন, সব কিছু অস্থায়ী। উৎসাহ বজায় রাখুন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০