৮০ বছরের গুনাহ মাফের আমল
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৬:১৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:২১, ২৪ অক্টোবর ২০২৫
নবীজি (সা.)-এর প্রতি দরুদ পাঠ ফজিলতপূর্ণ আমল। জুমার দিন এ আমলের ফজিলত আরো বেশি। বিশেষ করে আসরের নামাজের ছোট একটি দরুদ মাত্র ৮০ বার পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়।
হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার এই দরুদ পাঠ করবে, ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি, ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা’, তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। (আফদালুস সালাওয়াত ২৬)
উল্লেখ্য, ৮০ বছরের গুনাহ মাফ হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, ৮০ বছরের ছগিরা বা ছোট গুনাহ মাফ হয়ে যায়। বান্দার হক নষ্ট, প্রতারণা, ঠকানো, কষ্ট দেওয়া, গিবত করা ইত্যাদি কবিরা গুনাহ এই আমল দ্বারা মাফ হবে না। বরং সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।
