শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

মুসলিমদের নিরাপত্তায় অতিরিক্ত ১৬৪ কোটি টাকা সহায়তা ঘোষণা স্টারমারের

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২০:২৫, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৩৫, ২৪ অক্টোবর ২০২৫

মুসলিমদের নিরাপত্তায় অতিরিক্ত ১৬৪ কোটি টাকা সহায়তা ঘোষণা স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের ওপর ঘৃণাজনিত অপরাধ ও হামলা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড; যা প্রায় ১৬৪ কোটি টাকা নিরাপত্তা সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে সফরের সময় তিনি এই ঘোষণা দেন। সেখানে চলতি মাসের শুরুতে সন্দেহজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের সামনের প্রবেশদ্বার ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ বিষয়টি ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনো অভিযোগ গঠন হয়নি।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নতুন এই তহবিল মসজিদ ও মুসলমানদের ধর্মীয় কেন্দ্রগুলোর জন্য সিসিটিভি, অ্যালার্ম ব্যবস্থা, নিরাপত্তা বেড়া ও নিরাপত্তাকর্মী নিয়োগসহ নানা পদক্ষেপে ব্যয় করা হবে।

কিয়ার স্টারমার বলেন, “ব্রিটেন একটি ধর্মীয় সহনশীল দেশ। কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ মানে আমাদের পুরো জাতি ও আমাদের মূল্যবোধের ওপর আক্রমণ। এই অর্থায়ন মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় ও প্রাপ্য নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে তারা শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারে। আমি এমন একটি ব্রিটেন গড়তে চাই যা সবার জন্য। আমার সরকার সবার জন্য নিরাপদ রাস্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এর মানে হচ্ছে উপাসনালয়গুলোকে সেইসব লোকদের হাত থেকে রক্ষা করা যারা ঘৃণা ও সহিংসতার মাধ্যমে আমাদের বিভক্ত করতে চায়।”

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “পিসহ্যাভেন মসজিদে হামলাটি ছিল ভয়াবহ অপরাধ, যা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারত। আমি এই দেশ নিয়ে গর্ব করি, কারণ এখানে প্রত্যেকেরই নিজের পছন্দের ধর্ম পালন করার অধিকার আছে, ঘৃণা ও ভয়ের বাইরে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। সেই অধিকার রক্ষা করতে হবে। কোনো সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন আসলে আমাদের সবার ওপর আঘাত। যারা আমাদের বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।”

সফরের সময় মসজিদের এক সদস্যের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, ওই ব্যক্তি অগ্নিসংযোগের সময় ভেতর থেকে পালিয়ে বেঁচেছিলেন, কিন্তু ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।

এক আত্মীয় এই সময় বলেন, “সে খুবই মানসিক আঘাত পেয়েছে, এই মসজিদই ছিল তার জীবন।”

এ সময় প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “আমাদের উপাসনালয়ে নিরাপত্তা থাকা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন তা দরকার হচ্ছে। এই অর্থায়ন আমাদের দায়িত্বের প্রতিফলন—আমার, স্বরাষ্ট্রমন্ত্রীর এবং আপনার এমপির—যাতে আমরা ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি, এবং একইসঙ্গে আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করতে পারি।”

সরকার জানিয়েছে, অতিরিক্ত এই ১০ মিলিয়ন পাউন্ড প্রটেকটিভ সিকিউরিট ফর মস্কস স্কিমের আওতায় যুক্ত হবে, যা মুসলিম সম্প্রদায়ের কেন্দ্র ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঘৃণাজনিত অপরাধ থেকে রক্ষা করার জন্য কাজ করে। এ তহবিল চলতি বছরে ইতোমধ্যে বরাদ্দকৃত ২৯.৪ মিলিয়ন পাউন্ডের ওপর বাড়তি সহায়তা হিসেবে আসবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ২০২৫ পর্যন্ত এক বছরে মুসলিমবিরোধী ঘৃণাজনিত অপরাধ ১৯% বৃদ্ধি পেয়েছে, এবং সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে ৪৪% মুসলমানদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে।

ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমদ এই ঘোষণা স্বাগত জানিয়ে বলেন, “প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে এবং ভয়ের আশঙ্কা ছাড়া জীবনযাপনের অধিকার আছে। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের অনেক মুসলিম সম্প্রদায়ের সদস্যের জন্য এটি এখন আর বাস্তব নয়। মসজিদগুলো, যা ভালোবাসা ও শান্তির প্রতীক, আজ ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই সহায়তা মুসলিম সম্প্রদায়কে প্রয়োজনীয় নিরাপত্তা ও মানসিক আশ্বাস দেবে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০