শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

মসজিদে হারামের জুমার খুতবা

সংঘাত নিরসনে কোরআনের দিকনির্দেশনা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৮:২২, ২৪ অক্টোবর ২০২৫

সংঘাত নিরসনে কোরআনের দিকনির্দেশনা

মসজিদে হারামে জুমার খুতবা দিচ্ছেন শায়খ আবদুর রহমান আল-সুদাইস। ছবি : সংগৃহীত

আজ মসজিদে হারামের জুমার খুতবায় শায়খ আবদুর রহমান আল-সুদাইস মুসলিম উম্মাহকে বিশ্বে চলমান দ্বন্দ্ব, সংঘাত ও চ্যালেঞ্জ মোকাবিলায় কোরআনের দিকনির্দেশনাকে জীবনের পথনির্দেশক হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন।

খুতবায় তিনি বলেন, ‘বর্তমান অস্থির বিশ্বে মুসলমানদের জন্য একমাত্র পথ হলো আল্লাহর কিতাবের শিক্ষা ও হেদায়েতের প্রতি সম্পূর্ণ আনুগত্য। কোরআন মানুষকে দিকনির্দেশনা দেয় শান্তি, ন্যায় ও কল্যাণের পথে।’

মসজিদে হারামে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত

শায়খ সুদাইস সুরা ফাতিহার মাহাত্ম্যের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এই সুরাটি কোরআনের সারকথা ধারণ করে। এতে তাওহিদের শিক্ষা, দোয়ার মূলভাব এবং মানবজীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা নিহিত আছে।’

সুরা ফাতিহা শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং গভীরভাবে অনুধাবন ও জীবনে প্রয়োগের আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘মুসলমানদের উচিত কোরআনের উদ্দেশ্য, প্রজ্ঞা ও দিকনির্দেশনা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা। কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেলে সমাজে বিভেদ, অশান্তি ও অধঃপতন দেখা দেয়। তাই নতুন প্রজন্মকে কোরআনের আলোয় শিক্ষিত করা এবং ইসলামি পরিচয় ও মর্যাদা রক্ষা করা এখন সময়ের দাবি।’

খুতবার শেষাংশে শায়খ সুদাইস বলেন, কোরআনের দিকনির্দেশনা মেনে চললেই মানুষ প্রকৃত সুখ ও মুক্তি লাভ করতে পারে, এই দুনিয়াতেও, আখেরাতেও।

সূত্র : এসপিএ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০