মসজিদে হারামের জুমার খুতবা
সংঘাত নিরসনে কোরআনের দিকনির্দেশনা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:২২, ২৪ অক্টোবর ২০২৫
মসজিদে হারামে জুমার খুতবা দিচ্ছেন শায়খ আবদুর রহমান আল-সুদাইস। ছবি : সংগৃহীত
আজ মসজিদে হারামের জুমার খুতবায় শায়খ আবদুর রহমান আল-সুদাইস মুসলিম উম্মাহকে বিশ্বে চলমান দ্বন্দ্ব, সংঘাত ও চ্যালেঞ্জ মোকাবিলায় কোরআনের দিকনির্দেশনাকে জীবনের পথনির্দেশক হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন।
খুতবায় তিনি বলেন, ‘বর্তমান অস্থির বিশ্বে মুসলমানদের জন্য একমাত্র পথ হলো আল্লাহর কিতাবের শিক্ষা ও হেদায়েতের প্রতি সম্পূর্ণ আনুগত্য। কোরআন মানুষকে দিকনির্দেশনা দেয় শান্তি, ন্যায় ও কল্যাণের পথে।’

মসজিদে হারামে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি : সংগৃহীত
শায়খ সুদাইস সুরা ফাতিহার মাহাত্ম্যের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এই সুরাটি কোরআনের সারকথা ধারণ করে। এতে তাওহিদের শিক্ষা, দোয়ার মূলভাব এবং মানবজীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা নিহিত আছে।’
সুরা ফাতিহা শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং গভীরভাবে অনুধাবন ও জীবনে প্রয়োগের আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘মুসলমানদের উচিত কোরআনের উদ্দেশ্য, প্রজ্ঞা ও দিকনির্দেশনা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা। কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেলে সমাজে বিভেদ, অশান্তি ও অধঃপতন দেখা দেয়। তাই নতুন প্রজন্মকে কোরআনের আলোয় শিক্ষিত করা এবং ইসলামি পরিচয় ও মর্যাদা রক্ষা করা এখন সময়ের দাবি।’
খুতবার শেষাংশে শায়খ সুদাইস বলেন, কোরআনের দিকনির্দেশনা মেনে চললেই মানুষ প্রকৃত সুখ ও মুক্তি লাভ করতে পারে, এই দুনিয়াতেও, আখেরাতেও।
সূত্র : এসপিএ
