শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

১ সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৫১, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:২৬, ২৫ অক্টোবর ২০২৫

১ সপ্তাহে ইউক্রেনের ১০ এলাকা দখলের দাবি রাশিয়ার

রুশ সেনারা গত এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ১০টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাতে জানা যায়, গত ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত খারকিভ, দনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝিয়া অঞ্চল এবং দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, খারকিভ অঞ্চলের বোলোগোভকা, দোনেৎস্কের প্লেশচেয়েভকা, দ্রোনোভকা, চুনিশিনো, লেনিনো ও প্রোমিন, দনিপ্রোপেত্রোভস্কের ইভানোভকা ও পেরশোত্রাভনেভোয়ে এবং জাপোরিঝিয়ার পলতাভকা ও পাভলভকা এলাকাগুলো রুশ বাহিনী দখল করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় ১৮ থেকে ২৪ অক্টোবরের মধ্যে ইউক্রেনের সামরিক শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর অস্ত্র উৎপাদন, সংরক্ষণ ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল।

রাশিয়ার বিভিন্ন যুদ্ধগোষ্ঠীর প্রতিবেদনে জানানো হয়, বিগত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ‘ব্যাটলগ্রুপ নর্থ’ ১ হাজার ৩৭৫ ইউক্রেনীয় সেনা হত্যা করেছে বলে জানিয়েছে। এ গোষ্ঠী আরও আটটি সাঁজোয়া যান, ৮২টি মোটরযান, ১৪টি ফিল্ড আর্টিলারি ও একটি মার্কিন তৈরি হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করেছে বলে দাবি করেছে।

‘ব্যাটলগ্রুপ ওয়েস্ট’ জানিয়েছে, তাদের অভিযানে ইউক্রেনের ১ হাজার ৬১০ সৈন্য নিহত হয়েছে এবং চারটি ট্যাংক, ২০টি সাঁজোয়া যান ও ১৩টি আর্টিলারি ধ্বংস করা হয়েছে। একইভাবে ‘ব্যাটলগ্রুপ সাউথ’ জানায়, তাদের এলাকায় ইউক্রেনীয় সেনাদের প্রায় ১ হাজার ৪৮৫ জন নিহত হয়েছে।

সবচেয়ে বড় সাফল্যের দাবি করেছে ‘ব্যাটলগ্রুপ সেন্টার’। তাদের ভাষ্যমতে, গত সপ্তাহে তারা ইউক্রেনীয় বাহিনীর ৩ হাজার ৬১০ জনকে হতাহত করেছে, তিনটি ট্যাংক ও ১৮টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

‘ব্যাটলগ্রুপ ইস্ট’ দাবি করেছে, ইউক্রেনীয় সেনাদের ২ হাজার ৩৬৫ জন নিহত হয়েছে এবং একাধিক গোলাবারুদ গুদাম ধ্বংস করা হয়েছে। অপরদিকে, ‘ব্যাটলগ্রুপ দনেপ্র’ জানায়, তাদের অভিযানে ৪৯০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

এ ছাড়া, রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গত সপ্তাহে তারা ইউক্রেনের একটি সু-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ মিসাইল ও ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ফেব্রুয়ারি ২০২২ সালে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের ৬৬৮টি যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৯২ হাজারের বেশি ড্রোন, ২৫ হাজারের বেশি ট্যাংক ও সাঁজোয়া যান এবং ৩০ হাজারের বেশি কামান ধ্বংস করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০