আজ রাতে শেষ হচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫০, ২৫ অক্টোবর ২০২৫
মা-ইলিশ রক্ষায় আরোপিত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়। গত ৪ অক্টোবর থেকে সারাদেশে ইলিশ শিকারে এই নিষেধাজ্ঞা জারি ছিল।
নিষেধাজ্ঞার সময়সীমায় দেশের নদ-নদীতে ইলিশ আহরণ, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সংস্থার সুপারিশে প্রজনন মৌসুমে সর্বাধিক ডিম ছাড়ার সময় বিবেচনায় নিয়ে এই সময়সীমা নির্ধারণ করা হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞায় ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ উৎপন্ন হয়, যা ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদনে বড় ভূমিকা রাখবে।
এবারও নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ইলিশের প্রজননকালীন সময় সুরক্ষা নিশ্চিত করা এবং জাটকা সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি মাছের মজুদ বৃদ্ধি করা।
প্রতি বছর এ উদ্যোগের ফলে দেশের ইলিশ উৎপাদনে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
নিষেধাজ্ঞা শেষ হলেও মৎস্য অধিদফতর ইলিশ আহরণে সংযম ও টেকসই পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছে।
