রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

আজ রাতে শেষ হচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫০, ২৫ অক্টোবর ২০২৫

আজ রাতে শেষ হচ্ছে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা 

মা-ইলিশ রক্ষায় আরোপিত ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়। গত ৪ অক্টোবর থেকে সারাদেশে ইলিশ শিকারে এই নিষেধাজ্ঞা জারি ছিল।

নিষেধাজ্ঞার সময়সীমায় দেশের নদ-নদীতে ইলিশ আহরণ, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সংস্থার সুপারিশে প্রজনন মৌসুমে সর্বাধিক ডিম ছাড়ার সময় বিবেচনায় নিয়ে এই সময়সীমা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞায় ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ উৎপন্ন হয়, যা ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদনে বড় ভূমিকা রাখবে।

এবারও নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ইলিশের প্রজননকালীন সময় সুরক্ষা নিশ্চিত করা এবং জাটকা সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদি মাছের মজুদ বৃদ্ধি করা।

প্রতি বছর এ উদ্যোগের ফলে দেশের ইলিশ উৎপাদনে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

নিষেধাজ্ঞা শেষ হলেও মৎস্য অধিদফতর ইলিশ আহরণে সংযম ও টেকসই পদ্ধতি অবলম্বনের আহ্বান জানিয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০