রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

আ.লীগ-ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির কোনো অধিকার নেই: ডাকসু ভিপি

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫৮, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৫, ২৬ অক্টোবর ২০২৫

আ.লীগ-ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির কোনো অধিকার নেই: ডাকসু ভিপি

যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম‑খুন ও অত্যাচারে জড়িত—তাদের দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত ‘আয়না ঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতায় ডাকসু ভিপি সাদিক কায়েম এসব কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, “যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন। যাদের বিরুদ্ধে গুম‑খুন, নির্যাতন ও ফ্যাসিস্টি অভিযানের অভিযোগ আছে— তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”

তিনি বলেন, ‘বর্তমান সময়ে শেখ হাসিনা ও তার অনুগতদের ক্ষেত্রে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় এবং দেশের যেখানে যেখানে তাদের দোসর পাওয়া যাবে সেখানেই তাদের আইনের আওতায় আনা উচিত।’

ডাকসুর ভিপি দাবি জানান, ৫ আগস্টের পরে বিভিন্ন স্থানে থাকা ‘আয়নাঘর’ ও সংশ্লিষ্ট নথিপত্রগুলো নষ্ট করা হয়েছে; এ ধরনের ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করা দরকার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন