আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট বামপন্থী ক্যাথেরিন কনোলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৮, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১৭, ২৬ অক্টোবর ২০২৫
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনোলি বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেদার হামফ্রিস স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) বিকেলেই পরাজয় স্বীকার করে নেন, যখন বুথফেরত ফলাফলে ক্যাথেরিনের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
এ সময় হামফ্রিস বলেন, “ক্যাথেরিন আমাদের সবার প্রেসিডেন্ট হবেন। তিনি আমারও প্রেসিডেন্ট হবেন। আমি আন্তরিকভাবে তার জন্য শুভকামনা জানাচ্ছি।”
বেসরকারি বুথফেরত জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ভোট গণনা শেষে ক্যাথেরিন কনোলি পেয়েছেন ৬৪ শতাংশ ভোট, আর হামফ্রিস পেয়েছেন ২৯ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা ফিয়ানা ফেইল পার্টির প্রার্থী জিম গ্যাভিন পেয়েছেন মাত্র ৭ শতাংশ ভোট।
৩৬ লাখ ভোটারের মধ্যে এবার ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। ১৩ শতাংশ ভোট ‘স্পয়েল্ড’ বা নষ্ট ভোট হিসেবে গণ্য হয়েছে—যা আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বাধিক।
৬৮ বছর বয়সী ক্যাথেরিন কনোলি তরুণ ভোটারদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছেন। নির্বাচনের আগে বামপন্থী বিরোধী দলগুলোর একটি জোট তাকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছিল।
যদিও আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট পদটি আনুষ্ঠানিক ও প্রতীকী, তবুও কনোলির এই জয়কে দেশটির মধ্য-ডানপন্থী সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
জয়ের পর উচ্ছ্বসিত কনোলি বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই—এমনকি যারা ভোট দেননি, তাদেরও। আমি বুঝতে পারি, তারা দেশের জন্য সেরা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে উদ্বিগ্ন।”
সূত্র: দ্য গার্ডিয়ান / রয়টার্স
