রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

কুমিল্লায় স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১:০২, ২৬ অক্টোবর ২০২৫

কুমিল্লায় স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে স্বামীর সহায়তায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার স্বামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার মিরশ্বানী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সুধারাম থানার রাজু আহমেদ (২৬), একই থানার বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) এবং আবুল কালাম (৪৫)। শনিবার তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালে রাজু ও ওই নারীর বিয়ে হয়। রাজুর নেশাগ্রস্ত আচরণের কারণে দাম্পত্য কলহের একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। চলতি মাসের শুরুর দিকে পারিবারিক সমঝোতার পর তিনি স্বামীর কাছে ফিরে আসেন।

১৫ অক্টোবর রাজু কৌশলে স্ত্রীকে কুমিল্লা শহরে নেওয়ার কথা বলে চৌদ্দগ্রামের একটি ইটভাটায় নিয়ে যান, যেখানে তিনি শ্রমিকের কাজ করেন। সেখানে বেলাল হোসেন তাদের থাকার ব্যবস্থা করে দেয়। পরে একাধিকবার ওই নারীকে রাজুর সহায়তায় অন্য শ্রমিকরা ধর্ষণ করে এবং জিম্মি অবস্থায় রাখে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন