রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৩:৩৯, ২৬ অক্টোবর ২০২৫

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত


রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “ফার্মগেট এলাকায় চলমান মেট্রোরেল প্রকল্পের এক পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রকল্পের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই উপরের অংশ থেকে ধাতবজাত ভারী বস্তুটি নিচে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারান।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন—নির্মাণাধীন বা রক্ষণাবেক্ষণাধীন অংশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেন যথাযথ নয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বেয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনার কারণে আজ দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কবে আবার চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের দুর্ঘটনা ঘটে, যখন মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। সেই ঘটনার পর থেকেই প্রকৌশলী ও যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

বিশেষজ্ঞরা জানান, মেট্রোরেলের উড়াল পথের পিলারের সঙ্গে সংযুক্ত থাকে রাবারের বেয়ারিং প্যাড—যার প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাডগুলো উড়াল সেতুর ভারসাম্য রক্ষা করে এবং ট্রেনের কম্পন শোষণ করে। এগুলো ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ চালু মতিঝিল পর্যন্ত আরও সময় লাগবে
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’