দুই বোলারের এক ইনিংসে হ্যাটট্রিকের বিরল রেকর্ড!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৫৬, ২৬ অক্টোবর ২০২৫
ভারতের ঘরোয়া ক্রিকেটে গড়া হলো এক বিরল ইতিহাস। রঞ্জি ট্রফির চলতি আসরে একই ইনিংসে দুই ভিন্ন বোলার হ্যাটট্রিক করেছেন—প্রথমবারের মতো এমন দৃশ্য দেখল প্রথম শ্রেণির ক্রিকেট।
শনিবার আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে সার্ভিসেস ও আসামের ম্যাচে এই বিরল রেকর্ড গড়েন সার্ভিসেসের দুই বোলার—বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা এবং বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা।
ইনিংসের দ্বাদশ ওভারে পরপর তিন বলে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অর্জুন শর্মা। কিছুক্ষণ পর মোহিত জাঙ্গরা করেন অনন্য কীর্তি—পঞ্চদশ ওভারের শেষ বলে একটি উইকেট নেওয়ার পর সপ্তদশ ওভারের প্রথম দুই বলে ফেরান আরও দুই ব্যাটসম্যানকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুটি হ্যাটট্রিকের ঘটনা এটিই মাত্র তৃতীয়। এর আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে অ্যালবার্ট ট্রট এবং ১৯৬২ সালে রঞ্জি ট্রফিতে সার্ভিসেসের জোগিন্দার সিং রাও এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেছিলেন। তবে এবারের কীর্তিটি বিশেষ, কারণ প্রথমবারের মতো দুই ভিন্ন বোলার একই ইনিংসে হ্যাটট্রিক করলেন।
১৯৮৬ সালেও দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লে রু অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে হ্যাটট্রিক করেছিলেন, তবে সেটি এক ইনিংসে ছিল না।
এদিন ম্যাচেও চলেছে উইকেটের ঝড়—প্রথম ইনিংসে আসাম অলআউট ১০৩ রানে, জবাবে সার্ভিসেস ১০৮ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও আসামের ব্যাটিং ধস, দিন শেষে তারা ৫ উইকেটে ৫৬ রান। সব মিলিয়ে একদিনেই পড়েছে ২৫টি উইকেট!
