নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৫, ২৬ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওমরাহ সম্পন্ন করেই তিনি দেশে ফিরতে পারেন—এমন আভাস মিলেছে ঘনিষ্ঠ মহল থেকে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেন, “তারেক রহমান নভেম্বরের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন। ওমরাহ শেষে তিনি দেশে ফিরবেন বলেই আমাদের ধারণা।”
তবে তিনি আরও জানান, সৌদি আরব থেকে সরাসরি বাংলাদেশে আসবেন নাকি আগে লন্ডনে ফিরে পরে দেশে ফিরবেন—এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি তারেক রহমান এক বক্তব্যে বলেন, “সময় চলে এসেছে, দ্রুতই দেশে ফিরে আসবো।”
এই বক্তব্যের পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।
দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করছেন, ওমরাহ পালন শেষে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা বেশ জোরালো।
