সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জরুরি: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৩, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০০, ২৬ অক্টোবর ২০২৫

নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জরুরি: নুর

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির (জাপা) বিষয়ে স্পষ্ট ফয়সালা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার মতে, এই ইস্যু নিরসন না হলে নির্বাচনে নাশকতা ও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে বিপদের মুখে ফেলবে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “নির্বাচন যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা চাই। কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না করে নির্বাচনে গেলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করার চেষ্টা করবে।”

তিনি অভিযোগ করেন, “ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ আওয়ামী লীগপ্রভাবিত এলাকায় জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা ঘটাতে চাইবে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করার ষড়যন্ত্রও হতে পারে। তাই নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি।”

গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, “জিএম কাদের সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্যের পরও তিনি কীভাবে নির্ভয়ে রাজনীতি করেন, তা জাতির জানা উচিত।”

নুর আরও বলেন, “আমরা চাই, আগামীর বাংলাদেশ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠুক। সেখানে হানাহানি বা বিভাজন নয়, বরং ঐক্য ও গণতন্ত্রের বিকাশ হোক। তরুণদের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও এখন দায়িত্ব নিতে হবে—যাতে নির্বাচন যথাসময়ে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়।”

গণহত্যার বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয়ে আমরা আপসহীন। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাই আমাদের ভবিষ্যতের পথনির্দেশনা।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’