রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদই হবে মূল ফোরাম: সালাহউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৫, ২৬ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদই হবে মূল ফোরাম: সালাহউদ্দিন 

জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচিত জাতীয় সংসদই হবে মূল ফোরাম- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, ‘জুলাই সনদ’ জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদকে বাধ্য করতে হবে। এজন্য জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কাছে নির্দিষ্ট প্রস্তাব পেশ করা হবে। 

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির এই নেতা সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য কোনো কারণে নষ্ট হলে তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে ডেকে আনবে। এই ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার একমাত্র শক্তি।”

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে অটুট রাখতে হবে।

তিনি আরও বলেন, “আমরা যেন কোনোভাবেই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আগামী ১০–১৫ বছর পরে যেন কেউ আমাদের এই প্রক্রিয়াকে অবৈধ বলে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য এখনই একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে হবে।”

তিনি নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের অনেক বক্তব্য বিএনপিও ধারণ করে, তবে সেগুলোর বাস্তব রূপ দিতে হবে। বাস্তবতার নিরিখে কথা বলতে হবে, যেন ভবিষ্যতে কোনো প্রস্তাব প্রশ্নবিদ্ধ না হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’