নির্বাচনে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগই নির্বাচনে অংশ নিল: আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩২, ২৬ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগের বর্তমান আওয়ামী লীগ হয়ে ওঠার পেছনে জাতীয় পার্টি (জাপা) সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, “এই জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।”
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় এনসিপি নেতা আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না, সেটি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও যদি জাতীয় পার্টি সুযোগ পায়, সেটিই হবে আওয়ামী লীগের অংশগ্রহণ।”
তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বক্তব্য দিচ্ছেন, তারা দেশবিরোধী অবস্থান নিচ্ছেন। তাদের আইনের আওতায় আনতে হবে।”
এনসিপির সদস্যসচিব বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই একমত হয়েছে। “জুলাই সনদ”-এর আইনি ভিত্তি দেওয়ার বিষয়েও ঐকমত্য গড়ে উঠেছে, তবুও বাস্তবায়নে অগ্রগতি হয়নি।
তিনি বলেন, “দেশকে সংকট থেকে উত্তরণে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যদি কোনো দলীয় স্বার্থের কারণে তা বাধাগ্রস্ত হয়, তবে তাদের সেই সংকীর্ণ স্বার্থ থেকে বিরত থাকতে হবে।”
রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, “বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। দলীয় অবস্থান নয়, রাষ্ট্রের স্বার্থে ঐক্যবদ্ধ সিদ্ধান্তই এখন জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সঞ্চালনা করেন মুখপাত্র ফারুক হাসান। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান এবং জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।
