লিভারপুলের টানা চতুর্থ হার
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-২ গোলে লজ্জাজনক পরাজয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:১০, ২৬ অক্টোবর ২০২৫
প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতার ধাক্কায় টালমাটাল লিভারপুল। ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরে শিরোপাধারীদের এই টানা চতুর্থ পরাজয় যেন দলের বর্তমান দুর্দশারই প্রতিচ্ছবি।
ড্যাঙ্গো ওয়াতারা, কেভিন শ্যাডে ও ইগর থিয়াগোর দুর্দান্ত তিন গোল লিভারপুলকে হারিয়ে ব্রেন্টফোর্ডকে তুলেছে পয়েন্ট টেবিলের দশম স্থানে। অন্যদিকে, পরাজয়ের ফলে ছয় নম্বরে নেমে গেছে লিভারপুল। রবিবারের মধ্যে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়াতে পারে সাত পয়েন্টে—যা কার্যত তাদের শিরোপা রক্ষার আশা ভেঙে দিতে পারে।
শেষ ছয় ম্যাচে পাঁচটি হার! প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের দলবদল করেও সেরা কম্বিনেশন খুঁজে পাচ্ছেন না কোচ আর্নে স্লট।
ম্যাচ শেষে হতাশ স্লট বলেন,“ভালোভাবেই জানি কোন জায়গাগুলোয় উন্নতি দরকার, কিন্তু আজ আমরা মৌলিক বিষয়গুলোও ঠিকঠাক করতে পারিনি। একটার পর একটা চার ম্যাচ হেরে যাওয়া—এটাই সবচেয়ে উদ্বেগের।”
তিনি আরও যোগ করেন,“চারটি ম্যাচের পারফরম্যান্স তুলনা করা কঠিন, তবে আমার মতে আজকেরটা ছিল সবচেয়ে বাজে।”
স্লটের এক বড় সিদ্ধান্তও তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কুঁচকির ইনজুরিতে মাঠে নামতে পারেননি আলেকজান্ডার ইসাক। তবে বুধবার চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বেঞ্চে থাকা মোহাম্মদ সালাহ ফিরেছিলেন প্রথম একাদশে, এবং মিলোস কারকেজের গোলের পর ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সালাহ।
দীর্ঘদিন ধরেই লং থ্রো-ইনে পারদর্শী ব্রেন্টফোর্ড এদিনও সেই কৌশলে বারবার বিপাকে ফেলে লিভারপুলকে।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ৪-২ গোলে ব্রাইটনকে হারিয়ে টেবিলের চারে উঠে এসেছে, আর সান্ডারল্যান্ড ২-১ গোলে চেলসিকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। সেই জয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠেছে সান্ডারল্যান্ড।
