টেকনাফে যৌথ অভিযানে ৫ নারী-শিশু উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৬, ২৬ অক্টোবর ২০২৫
সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ে আটক রাখা ৪ নারী ও ১ শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ অভিযান দল। অভিযানে মানব পাচার চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে টেকনাফের হাবিরছড়া পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময়
পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ নারী ও ১ শিশুসহ মোট ৫ জন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়।
অভিযানে মানব পাচার চক্রের সক্রিয় এক সদস্যকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়। উদ্ধারকৃত নারী ও শিশুরা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত নারী ও শিশুসহ আটক ব্যক্তির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন,“বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্র উপকূলীয় এলাকাজুড়ে মানব পাচার, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে টেকনাফ উপকূলে মানব পাচারকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। মালয়েশিয়াগামী নৌযাত্রার আশায় প্রতারণার শিকার হচ্ছেন নারী ও শিশুদের একটি বড় অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা সীমান্ত এলাকাজুড়ে মানব পাচার প্রতিরোধে নতুন আশার আলো জাগিয়েছে।
