লক্ষ্মীপুরে ২.৫ কেজির ইলিশ, বিক্রি ৯ হাজার ২০০ টাকায়
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৮, ২৬ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক বিশাল ইলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামে মাছটি ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন সর্বোচ্চ দর দিয়ে ইলিশটি কিনে নেন। তিনি জানান, ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। “আড়াই কেজি ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। আশা করছি ঢাকায় অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব,” বলেন তিনি।
জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে শনিবার (২৫ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটিও ধরা পড়ে। পরদিন সকালে মাছটি আড়তে এনে নিলামে বিক্রি করা হয়।
আড়তদার মো. বাবুল বলেন, “২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজ প্রথম দিনেই এমন বড় ইলিশ ধরা পড়েছে। মেঘনায় মাছ কম পাওয়ায় বড় মাছের দামও বেশি উঠেছে। সচরাচর এত বড় ইলিশ মেলে না।”
এদিকে স্থানীয় জেলেরা আশা করছেন, নিষেধাজ্ঞা পরবর্তী মৌসুমে আরও বড় ও দামে ইলিশ পাওয়া যাবে, যা দেশের বাজারে চাহিদা মেটাতে সহায়ক হবে।
