নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক হাসপাতালে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৩, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:২৮, ২৬ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় অবস্থিত এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
দগ্ধদের পরিচয় পাওয়া গেছে— আল-আমিন (৩০), মো. আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) এবং মো. নূর মোহাম্মদ (৩৫)।
তাদের উদ্ধার করে সকাল ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিক মো. সেলিম জানান,“সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করার সময় গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায়। তখন আমিসহ ছয়জন দগ্ধ হই।”
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন,“দগ্ধদের শরীরের দুই থেকে ২৮ শতাংশ পর্যন্ত অংশ পুড়ে গেছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, গ্যাস লাইন লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর কারখানার বয়লার ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
