বংশালে তরুণ হত্যা
পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫৯, ২৬ অক্টোবর ২০২৫
রাজধানীর বংশালের আগামসি লেন এলাকার এক বাসায় মো. সজিব (১৯) নামে এক তরুণকে নৃশংস নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার দাবি করেছে, ‘প্রেমসংক্রান্ত’ কারণে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সজিব আগামসি লেনের ১৭ নম্বর বাসার বাসিন্দা ছিলেন।
সজিবের বাবা তাজ উদ্দিন জানান, “আমার ছেলে একই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেয়েটি ফোনে তাকে ডাকে। ছেলেটি দেখা করতে গেলে মেয়েটির মামা তাকে ধরে মারধর করে। পরে গলায় ও হাতে জিআই তার পেঁচিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে ওই বাসা থেকে সজিবকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে রাতেই সে মারা যায়।”
তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত, এটি হত্যা। কিন্তু পুলিশ প্রথমে জানায়, সজিব নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।”
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া বলেন, “আগামসি লেনের একটি বাসা থেকে সজিব নামের এক তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দাবি করেছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর সঙ্গে মেয়েটির পরিবারের একাধিক সদস্য জড়িত থাকতে পারেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে এটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
