রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

ক্যানসার সচেতনতায় অবদান

গ্রীন ডেল্টা-ব্র্যাক ব্যাংক সম্মাননা পেলেন ডা. রাসকিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩২, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫

গ্রীন ডেল্টা-ব্র্যাক ব্যাংক সম্মাননা পেলেন ডা. রাসকিন

শনিবার স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে ডা. রাসকিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি: বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ‘গ্রীন ডেল্টা-ব্র্যাক ব্যাংক সম্মাননা’ পদক পেয়েছেন। ক্যানসার সচেতনতায় অসামান্য অবদান রাখায় তাকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রাইজিং অ্যাবাভ ফিয়ার’ শীর্ষক স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে এই স্মারক দেওয়া হয়। ‘গেটস ফাউন্ডেশনের’ সহায়তায় ও ‘গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের’ সহযোগিতায় ব্র্যাক ব্যাংক তারা এই অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

‘গোলাপি মানব’ হিসেবে খ্যাত ডা. রাসকিন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান ও দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন