বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা পঞ্চম স্থানে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৭, ২৫ অক্টোবর ২০২৫
পাকিস্তানের লাহোরে সবচেয়ে বেশি বায়ুদূষণ রেকর্ড করা হয়েছে। এর পরপরই রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় অবস্থানে কলকাতা, চতুর্থ চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স এর সূচকে এ তথ্য জানানো হয়েছে।
বায়ুমানের সূচকে দেখা যায়, পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ৩৬০, যা ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ২৪৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
তৃতীয় স্থানে থাকা কলকাতার স্কোর ১৮৯ এবং চতুর্থ বেইজিংয়ের ১৭৮, দুটোই “অস্বাস্থ্যকর” শ্রেণিতে পড়ে।
অন্যদিকে ঢাকার স্কোর ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ অবস্থার মধ্যেই রয়েছে।
বায়ুর মান অনুযায়ী স্কোর ব্যাখ্যা:
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি বা সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১ ও তার বেশি: বিপজ্জনক
বায়দুষণ সম্পর্কে দেশের বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে বায়ুদূষণ মানুষের আয়ু কমিয়ে দেয়, শ্বাসযন্ত্র ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড় আয়ু প্রায় সাড়ে পাঁচ বছর কমছে।
