তুহিন গাইলেন বাংলা ও লাতিন জ্যাজের মিশেলে `ক্যাফে‘
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:৫৩, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১২, ২৫ অক্টোবর ২০২৫
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান গেয়েছেন সংগীতশিল্পী তানজির চৌধুরী তুহিন। গানটির শিরোনাম `ক্যাফে‘। তুহিনের সঙ্গে গানটি পরিবেশনায় আছেন ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি।
এফ্রো-কিউবান জ্যাজ, লাতিন সালসা ও বাংলা পঙক্তির সংমিশ্রণে তৈরি এই গানের সঙ্গীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। গানটি শুক্রবার রাতে শ্রোতাদের জন্য প্রকাশ পায়।
গানটি প্রসঙ্গে কোক স্টুডিও বাংলা জানান, `এটি শুধু একটি গান নয়, এটি হৃদয়, অনুভূতি ও স্মৃতির মাঝে গড়ে ওঠা এক আবেগ যেখানে জীবনের আসল র'ম্যাজিক ধরা দেয়ার একটি মুহূর্ত, আরেকটি মনে রাখার মুহূর্ত।‘
একাধিক সংস্কৃতির মিশ্রণে প্রাণবন্ত এক সংগীত সৃষ্টি করেছেন শিল্পীরা। গানটিতে ঐতিহ্য, আবেগ ও বৈশ্বিক সুরের মেলবন্ধনের উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কোক স্টুডিও।
